ads
২০ জানুয়ারি, ২০২৬

নোয়াখালী-৫  মনোনয়ন প্রত্যাহার করলেন মওদুদ পত্নীসহ ২ প্রার্থী

অনলাইন ডেস্ক

নোয়াখালী-৫  মনোনয়ন প্রত্যাহার করলেন মওদুদ পত্নীসহ ২ প্রার্থী

নোয়াখালী-৫  মনোনয়ন প্রত্যাহার করলেন মওদুদ পত্নীসহ ২ প্রার্থী

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) নির্বাচনে অংশ নেওয়ার উদ্যেশ্যে মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের মাধ্যমে নির্বাচনে প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দিন মওদুদসহ ২ প্রার্থী।

মঙ্গলবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যাহারকৃতরা হলেন, স্বতন্ত্র প্রার্থী বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দিন মওদুদ এবং খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আলী আহমদ।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ৫ লাখ ৩ হাজার ৮ শ ৫২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬১ হাজার ৭ শ ৮০ জন  ও মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৭২ জন। এখন পর্যন্ত সর্বশেষ ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। এছাড়াও ১ প্রার্থীর মনোনয়ন  বাতিল ও দু প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম